জীবনের উৎপত্তি
আজ থেকে প্রায় 3.7 বিলিয়ন বছর আগে রাসায়নিক উপায়ে প্রানের সৃষ্টি হয়েছিল ।তারপর আদি প্রান থেকে ধীরে ধীরে নানা জীবের উৎপত্তি হয়। রাশিয়ান বিজ্ঞানী ওপারিন এবং ব্রিটিশ বিজ্ঞানী হ্যালডেন জৈব রাসায়নিক মতবাদ প্রবর্তন করেন। জৈব রসায়ন , জীববিদ্যা ও ভৌগলিক তথ্যের ভিত্তিতে গড়ে ওঠা তাঁদের মতবাদটি ''জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত প্রকল্প '' নামে পরিচিত । এই প্রকল্পের পর্যায় গুলি হল A.পৃথিবীর উৎপত্তি ও তার প্রাচীন পরিবেশ B. জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনি C. প্রানের জৈবিক বিবর্তন বা বায়োজেনি D. ইউক্যারিওটিক কোশের আবির্ভাব ।


Valo hoyeche
ReplyDeletethanks
ReplyDeleteNice topic....
ReplyDeleteGood
ReplyDelete👌👌
ReplyDelete